মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল মেসেজিংয়ের জন্য ফটোইমোজি ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে কোনো মেসেজের রিঅ্যাকশনে ‘কাস্টম ইমোজি’ ব্যবহার করা যাবে। ফিচারটি অ্যাপল ও স্যামসাংয়ের ডিভাইসের ইমেজ ক্লিপিংয়ের মতো কাজ করবে। গুগল এক ব্লগ পোস্টে বলেছে, গ্রাহকের পছন্দের ছবিকে রিঅ্যাকশনে পরিণত করতে সাহায্য করবে এ ফিচার। এখন গুগল মেসেজের বেটা টেস্টার প্রোগ্রামের কিছু গ্রাহক ফিচারটি ব্যবহার করতে পারছেন। পরে এ ফিচার প্ল্যাটফর্মটির অন্য ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।
যদি কম্পোজ ফিল্ডে ইমোজি বাটনের ওপর একটি বৃত্তাকার ব্যাজ দেখা যায়, তাহলে বোঝা যাবে ফিচারটি গ্রাহকের ডিভাইসে ব্যবহার করা যাবে। কোনো টেক্সট মেসেজে চাপ দিয়ে ধরে রাখলে ইমোজি পিকার ও ইমোজি বার- উভয় স্থানে ফটোইমোজি ফিচার দেখা যাবে।
‘ক্রিয়েট’ বাটনে চাপ দিলে ছবি বাছাই করার জন্য আপনার গ্যালারি দেখানো হবে। সেখান থেকে পছন্দমতো ছবি দিয়ে দ্রুত ইমোজি তৈরি করা যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এজন্য আলাদা করে গ্রাহককে ছবি ক্রপ করতে হবে না।