Logo
Logo
×

আইটি বিশ্ব

বিরল সূর্যগ্রহণ আজ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিরল সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ ২০ এপ্রিল। এটি হবে বিরল সূর্যগ্রহণ। কেননা, এ গ্রহণের বিশেষত্ব রয়েছে। একে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ; যা ১০০ বছরে নাকি দেখা যায় একবারই।

২০২৩ সালে মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। ১৮ মাস পরপর একটি করে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয়। এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। সূর্যের নানারকমের গ্রহণ হয়। কখনো আংশিক ঢাকা পড়ে সূর্য। কখনো পুরোপুরি ঢাকা পড়ে যায় সূর্য। আবার কখনো বলয়গ্রাস হয়, যা পরিচিত ‘রিং অফ ফায়ার’। আর যদি তিন রকমই গ্রহণ একসঙ্গে ঘটে, তখন তাকে বলে হাইব্রিড গ্রহণ।

আজ বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয়টি হবে ১৪ অক্টোবর। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে। এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ২৮ অক্টোবর দৃশ্যমান হবে। জ্যোতিষ ক্যালেন্ডার অনুসারে, আজ সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩৪ মিনিট। শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম