Logo
Logo
×

আইটি বিশ্ব

রহস্যের জট খুলবে জেমস ওয়েবের পাঠানো ছবি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রহস্যের জট খুলবে জেমস ওয়েবের পাঠানো ছবি

ইউরেনাস গ্রহের বেশ কিছু চমকপ্রদ ছবি প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অনুমান বলছে, এগুলো গ্রহটির ‘রহস্যময় জট’ খুলতে সাহায্য করবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নাসার তোলা ওই ছবিগুলোতে গ্রহটির বিভিন্ন বলয় আগের যে কোনো সময়ের চেয়ে বিশদভাবে দেখা গেছে। স্কাই নিউজ।

এর আগেও গ্রহটির বলয়ের বিভিন্ন ছবি তুলেছে নাসার টেলিস্কোপ। তবে, এবারের তোলা ছবিগুলো আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার।

নাসা বলছে, নতুন তোলা ছবিগুলোর মধ্যে ইউরেনাস ও এর ২৭টি চাঁদ দেখানো এক ছবির ওয়াইড শট ‘আইস জায়ান্ট’ হিসাবে পরিচিত গ্রহটির রহস্য সমাধানে সহায়ক হতে পারে। ছবি সম্পর্কে নাসা জানিয়েছে, “ছবিতে গ্রহটির ওপরের দিকে সূর্যের মুখোমুখি থাকা মেরুতে উজ্জ্বল এক জায়গা আছে, যা ‘পোলার ক্যাপ’ নামে পরিচিত। এর ওয়েব ডেটা বিজ্ঞানীদের বিদ্যমান রহস্যময় প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে।”

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম