Logo
Logo
×

ইসলাম ও জীবন

কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন যারা

Icon

শামসুল আরেফীন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিভীষিকাময় কিয়ামতের দিন জমিন খুবই উত্তপ্ত হবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন দিনে শুধু মহামহিমের আনুগত্য ও নৈকট্যশীল ব্যক্তিরাই আরশের নিচে ছায়া পাবেন।

নবি করিম (সা.) বলেছেন, সাত ধরনের লোককে আল্লাহ সেদিন (কিয়ামত) তাঁর ছায়ার নিচে আশ্রয় দেবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণি হলো-

১. ন্যায়পরায়ণ বাদশাহ, ২. ওই যুবক, যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ৩. ওই ব্যক্তি, যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে ৪. আর ওই দুই ব্যক্তি, যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়, ৫. আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, ৬. ওই ব্যক্তি, যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার প্রস্তাব দেয়, আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি এবং ৭. ওই ব্যক্তি, যে এমন গোপনতার সঙ্গে দান-সদকা করে, তার বাঁ হাতও জানে না তার ডান হাত কী দান করে।’ (বুখারি, হাদিস নং : ১৭৪; মুসলিম, হাদিস নং : ১৭১২)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম