Logo
Logo
×

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

আধুনিক লেনদেনে সুদের বিধিবিধান

Icon

শাহ আহমদ বায়জীদ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আধুনিক লেনদেনে সুদের বিধিবিধান

আধুনিক লেনদেনে সুদের বিধিবিধান

আধুনিক লেনদেনে সুদ ও তার বিধিবিধান সম্পর্কে আমরা বেশির ভাগই উদাসীন। তাই জেনে না জেনে আমরা জড়িয়ে পড়ছি সুদের মতো ভয়ংকর কবিরা গুনাহে। সুদের ভয়াবহতা, তার তাত্ত্বিক ও প্রায়োগিক বিশ্লেষণ এবং আধুনিক লেনদেনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুদের বিস্তারিত বিধিবিধান ও তার প্রয়োগ নিয়ে রচিত ‘ফিকহুর রিবা’ বইটি। আশা করি, বইটি আমাদের সুদ সম্পর্কে সচেতন করবে এবং বিকল্প শারয়ি গাইডলাইন সম্পর্কে দিকনির্দেশনা দেবে, ইনশাআল্লাহ।

বইটিতে আলোচনা করা হয়েছে-কুরআন, হাদিস ও ফিকহুস সালাফের আলোকে রিবার পরিচিতি ও বিশ্লেষণ। প্রচলিত অর্থনীতি ও ইসলামি অর্থনীতির আলোকে সুদের প্রকৃতি ও বিস্তারিত পর্যালোচনা। কুরআন, হাদিস ও আছারের আলোকে সুদের ভয়াবহতা। বিভিন্ন ধর্মে সুদের নিষিদ্ধতার বর্ণনা : প্রামাণিক উপস্থাপন। সুদবিষয়ক বিভিন্ন প্রশ্নের দলিলভিত্তিক জবাব। রিবার প্রকার ভেদ : পরিচিতি ও বিশ্লেষণ। বাস্তবতার আলোকে প্রতিটি বিষয়ের পর্যাপ্ত উদাহরণ। প্রচলিত বিমা, ব্যাংকিং ও সুদসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আধুনিক লেনদেনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রিবার প্রচলিত ও প্রায়োগিক রূপগুলোর সাবলীল উপস্থাপন। আধুনিক প্র্যাকটিসের আলোকে সুদ ও হিলা-বাহানার দালিলিক উপস্থাপন। সুদের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব তুলনামূলক আলোচনাসহ বাস্তবতার নিরিখে রিবাবিহীন সমাজের সম্ভাব্যতা-অসম্ভাব্যতা পর্যালোচনা ইত্যাদি। বাংলাবাজারসহ দেশের সব অভিজাত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে।

বই : ফিকহুর রিবা। রচনা : মুফতি সাজ্জাদুর রহমান। তত্ত্বাবধান ও সম্পাদনা : মুফতি আবদুল্লাহ মাসুম। ভাষা সম্পাদনা : উস্তায মাহমুদ সিদ্দিকী, শাকির মাহমুদ সাফাত। পৃষ্ঠা সংখ্যা : ৫৬০। মুদ্রিত মূল্য : ৮৫৮ টাকা। বাঁধাই : হার্ড-কভার। প্রকাশনা : পেনফিল্ড পাবলিকেশন, বাংলাবাজার, ঢাকা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম