ঐতিহ্যে ইসলাম
ইসলামের প্রথম মসজিদ
আদনান রাফি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মসজিদে কুবা
ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি। মসজিদে হারাম, মসজিদে নববি, মসজিদে আকসা আর মসজিদে কুবা। হিজরতের পর হজরত মুহাম্মাদ (সা.) কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেন। প্রতি শনিবার আল্লাহর রাসূল (সা.) এ মসজিদে যেতেন।
মদিনার অদূরে কুবা পল্লিতে মসজিদটির অবস্থান হওয়ায় এটাকে মসজিদে কুবা বলা হয়। এটাই ইসলামের প্রথম মসজিদ। এর আগে মক্কায় মুসলমানরা আর কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন এ মসজিদের ভিত্তি স্থাপন করা হয়।
আগে এ মসজিদের আশপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এ কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে, সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। নবির আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.) তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নিমাণ করেন।
এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এ মসজিদের পুনর্নিমাণ ও সংস্কার করা হয়। ১৯৮৬ সালে মসজিদটি সর্বশেষ সম্প্রসারণ হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবায় বর্তমানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে।
মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, ওজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকের সুবজ পামগাছের বলয় মসজিদটির বাড়তি সৌন্দর্য দিয়েছে।
মসজিদের বাইরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কুরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে। ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেতবর্ণের একটি অনন্য স্থাপত্যকর্ম হওয়ার দরুন বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়।