ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
মক্কার হোটেলে নামাজ পড়লেও কি এক রাকাতে এক লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আবু সাবের আব্দুল্লাহ
রিয়াদ, সৌদি আরব
প্রশ্ন : মক্কার হোটেলে নামাজ পড়লেও কি এক রাকাতে এক লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে?
উত্তর : জাবির (রা.) বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মসজিদুল হারামে যে কোনো সালাত অন্য জায়গার সালাতের চেয়ে এক লক্ষগুণ বেশি ফজিলতপূর্ণ। (ইবনে মাজাহ, ১৪০৬, মুসনাদে আহমাদ : ১৪৬৯৪)।
মালেকি, শাফেয়ি এবং হানাফি মাজহাবের প্রসিদ্ধ মত হলো, পুরো হারামের ক্ষেত্রেই এ ফজিলত প্রযোজ্য। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আযীয বিন বায (রহ.) ও একই মত ব্যক্ত করেছেন। তাদের মতে এ প্রসঙ্গে বর্ণিত হাদিসে মসজিদুল হারাম শব্দ উল্লেখ থাকলেও তার দ্বারা মক্কার পুরো হারাম এরিয়াকে বুঝানো হয়েছে। সুতরাং মীকাতের ভেতরে যে কোনো জায়গায় সালাত আদায় করলে এক রাকাতে এক লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদিও কা’বা ও কা’বার এরিয়ায় সালাত মক্কার অন্য জায়গার চেয়ে বেশি ফজিলতপূর্ণ।
তবে কোনো কোনো আলেম এ মতটি প্রত্যাখ্যান করেছেন। মতপার্থক্যের ঊর্ধ্বে থাকার জন্য মসজিদুল হারামেই সালাত
আদায়ের চেষ্টা থাকা উচিত।