Logo
Logo
×

ইসলাম ও জীবন

শবেকদরের দোয়া

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শবেকদরের দোয়া

শবেকদরের রাতে রাসূল (সা.) দোয়া ও ক্ষমাপ্রার্থনা করতেন। হাদিসে একটি বিশেষ দোয়ার বর্ণনাও পাওয়া যায়। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত।

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)কে বলি, কদরের রাতে আমি কী বলব, তিনি বলেন, তুমি পড়বে-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি। অর্থ : হে আল্লাহ আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন। (সুনানে নাসায়ি)। শবেকদরের রাতের আরেকটি দোয়ার বর্ণনা হাদিসে পাওয়া যায়।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) নিম্নের দোয়াটি বেশি বেশি পাঠ করতেন-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ-দুনইয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আ-ফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়ায়া ওয়া আহলি ওয়া মালি। (আল আদাবুল মুফরাদ)।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের অনুগ্রহ চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে আমার ধর্ম, আমার জাগতিক জীবন, আমার পরিবার ও সম্পদের ব্যাপারে ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম