Logo
Logo
×

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

হাদিস ও মাজহাবের ইমামদের নিয়ে থিসিস

Icon

মাহদী ফয়সাল

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাদিস ও মাজহাবের ইমামদের নিয়ে থিসিস

হাদিসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের লেখক ও চার মাজহাবের ইমামদের জীবনী নিয়ে থিসিস করে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

আমেরিকা প্রবাসী এ ইসলামিক স্কলার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে অবস্থিত ইন্টারফেইথ থিওলোজিক্যাল সেমিনারি নামে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে এ ডিগ্রি অর্জন করেছেন। মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী দুটি মেজর নিয়ে পিএইচডি করেছেন। প্রথম মেজর হলো ইসলামি স্টাডিজ। দ্বিতীয়টি হলো হাদিস।

পিএইচডি করতে গিয়ে দুটি বিষয়ে থিসিস লিখেছেন তিনি। একটি হলো ‘বায়োগ্রাফি অব সিক্স ইমামস অব হাদিস’ বা হাদিসের ছয় ইমামের জীবনী। অন্যটি ‘দ্য বায়োগ্রাফি অব ফোর ইমাম অব মাজহাব’ বা চার মাজহাবের ইমামের জীবনী। এ দুই বিষয়ই বই আকারে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সুলতানস প্রকাশনী থেকে।

উল্লেখ্য, মুফতি লুৎফুর রহমান পিএইচডি প্রদানকারী সংস্থা ইনস্টিটিউশন ইন্টারফেইথ থিওলজিক্যাল সেমিনারি গত ২৫ বছর আমেরিকার ৫০টি স্টেটসহ যুক্তরাজ্য ও কানাডায় বিভিন্ন রিলিজিয়াস ডিপ্লোমা ও পিএইচডি ফেডারেল সরকারের আওতায় লিগ্যালভাবে দিয়ে আসছে। মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী একাধারে ইসলামিক স্কলার, শিক্ষক, ইমাম ও লেখক। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন।

তিনি ১৯৯৫-৯৬ সালে প্রথম ঢাকার জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। এরপর দ্বিতীয়বার ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস নিয়ে বিশেষ ডিগ্রি নিয়েছেন।

এ ছাড়া ১৯৯৭ সালে ইফতা বিভাগের ডিগ্রি নিয়েছেন পাকিস্তানের বিখ্যাত প্রতিষ্ঠান জামেয়াতুল উলুমিল ইসলামিয়া নিউ টাউন, করাচি থেকে। মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী প্রায় ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ইসলামি কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি নিউইয়র্কের ডাউনটাউন ম্যানহাটনে অবস্থিত আস-সাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারি জেনারেল ও জুমার খতিব এবং ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম