Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

খালি ঘরে একাকী ঘুমানোর বিধান

Icon

উত্তর দিয়েছেন মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খালি ঘরে একাকী ঘুমানোর বিধান

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

মোঃ মাফিউল ইসলাম, নওগাঁ

প্রশ্ন : একাকী খালি ঘরে ঘুমানোর বিষয়ে শরিয়তের নির্দেশনা জানতে চাই?

উত্তর : একান্ত প্রয়োজন ছাড়া খালি ঘরে একাকী ঘুমানোর বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। একাকী ঘরে কোনো কারণে ভয় পেলে বা অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো সমস্যার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন পড়লে-তাকে কে সাহায্য করবে? এজন্য হাদিস শরিফে একাকী ঘুমাতে নিষেধ করা হয়েছে।

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসূল (সা.) একা একা ঘরে থাকতে নিষেধ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি একা একা ঘুমায় তাকে শয়তান বিভ্রান্ত করে। তাই একান্ত প্রয়োজন ছাড়া একা একা না ঘুমানোই ভালো। আল্লাহ পাক আমাদের সব

অনিষ্ঠতা থেকে হেফাজত করুন। তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-২৯৯৮, মুসনাদে আহমদ

হাদিস নং-৫৬৫০, কিতাবুন নাওয়াজেল,খণ্ড-১৫, পৃষ্ঠা-২৮৮।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম