অল্প আমল অধিক সওয়াব
কখন কী পড়বেন
সাজ্জাদ হোসাইন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
* কোনো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’
পড়ুন। (বুখারি-৫৩৭৬)
* খাওয়া-পান করা বা কোনো শুভ সংবাদ শুনলে ‘আলহামদুলিল্লাহ’ পড়ুন।
(ইবনে মাজাহ-৩৮০৫)
* হাঁচি এলে ‘আলহামদু লিল্লাহ’ বলুন।
(তিরমিজি-২৭৪১)
স হাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে- ‘ইয়ারহামুকাল্লাহ’ বলুন। (বুখারি-৬২২৪)
* আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোনো কৃতিত্ব দেখলে কিংবা শুনলে ‘আল্লাহু আকবর’ বলুন। স্বাভাবিকের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরনের কোনো কথা শুনলে ‘সুবহানাল্লাহ’ বলুন। (বুখারি-৬২১৮)
* ভালো যে কোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে ‘মাশাআল্লাহ’ বলুন। (মুসলিম-৩৫০৮)
* ভবিষ্যতে কোনো কিছু করবে বললে ‘ইনশাআল্লাহ’ বলুন। (আল কাহাফ-২৩-২৪)
* কোনো বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে ‘নাউজু বিল্লাহ’ বলুন। (বুখারি-৬৩৬২)
* কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে ‘ইন্নালিল্লাহ’ পড়ুন। (মুসলিম-২১২৬)
* কথা প্রসঙ্গে কোনো গুনাহর কথা বলে ফেললে, ‘আস্তাগফিরুল্লাহ’ বলুন। (সূরা মুহাম্মদ-১৯)
* ওপরে উঠার সময় ‘আল্লাহু আকবার’ বলা এবং নিচে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলুন। (বুখারি-২৯৯৩)
* নিশ্চিতভাবে না জেনে কোনো বিষয়ে কিছু বললে, কথা শেষে ‘ওয়াল্লাহু আলাম’ বলুন। (বুখারি-৫৫৭০)
* কেউ কিছু দিলে কিংবা কারও মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলুন। (বুখারি-৩৩৬)