Logo
Logo
×

ইসলাম ও জীবন

বিদেশে তারাবি পড়ান তারা

Icon

মুহাম্মদুল্লাহ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশে তারাবি পড়ান তারা

বিশ্ব দরবারে বাংলাদেশি হাফেজদের রয়েছে আলাদা কদর। প্রতি বছর রমজান এলে বাংলাদেশি কয়েক হাজার হাফেজের ডাক পড়ে বিভিন্ন দেশ থেকে। তারা তারাবির ইমামতি করেন। এবার বিদেশে তারাবি পড়াতে গেছেন এমন কয়েকজন হাফেজকে নিয়ে লিখেছেন- মুহাম্মদুল্লাহ

হাফেজ রহমত উল্লাহ

৪২ বছর বয়সি হাফেজ রহমতুল্লাহ এবার সৌদি আরবের মাহাইলের মসজিদুল ফালাহে রমজানের তারাবি পড়াচ্ছেন। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বড়ঘোনা গ্রামের মৌলভী মহিউদ্দিনের সন্তান। তিনি ১৯৯৫ সালে দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসায় পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

হাফেজ মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ

হাফেজ কারি মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ। তিনি তারাবির ইমামতিও করছেন কাতারের একটি মসজিদে। বিশ্বজয়ী এ হাফেজের জন্ম নরসিংদী জেলার শিবপুরের চৈতন্য গ্রামে। অল্প বয়সে মায়ের কাছেই এক-দুই পারা কুরআন মুখস্থ করেন। পরে বাবার প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদ্রাসায় ভর্তি হয়ে মাত্র ১১ বছর বয়সে পূর্ণ কুরআন মুখস্থ করেন। কাতারের রেডিওতে নিয়মিত কুরআন তেলাওয়াতকারী প্রথম বাংলাদেশি কারি তিনি।

হাফেজ আজহার ইবনে রেজা

হাফেজ আজহার ইবনে রেজা এবার তারাবির নামাজ পড়াচ্ছেন সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ডিপি ওয়াল্ড জামে মসজিদে। তিনি এ মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বাবা রেজাউল হক চৌধুরী।

কারি রায়হান উদ্দীন

২৬ বছর বয়সি হাফেজ রায়হান উদ্দিন সৌদি আরবের জেদ্দার শারে ফিলিস্তিনে অবস্থিত জামে আল ফারুক মসজিদে টানা ৬ বছর ধরে রমজানের তারাবির ইমামতি করছেন। চট্টগ্রাম জেলার সাতকানিয়ার, ছমদরপাড়া গ্রামের নূর হোসাইনের সন্তান তিনি। কারি রায়হান উদ্দিন আল মাদ্রাসাতুল আরাবিয়াতুল হাফেজিয়া ছমদরপাড়া বড় মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর চট্টগ্রামের প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর চট্টগ্রামের দারুল ইফতা খাদিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ইলমে তাজভিদের শিক্ষা লাভ করেন।

হাফেজ আবদুল কাইয়ুম আল আজহারী

হাফেজ আবদুল কাইয়ুম আল আজহারী এবার রমজানে তারাবি পড়াচ্ছেন রাশিয়ার এক মসজিদে। নোয়াখালী জেলার চাটখিলের নুরুল ইসলাম ঢালির সন্তান হাফেজ আবদুল কাইয়ুম আল আজহারী মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে থিসিস করছেন।

হাফেজ মাওলানা ইদ্রিস মোসলেহ

হাফেজ মাওলানা ইদ্রিস মোসলেহ সৌদি আরবের মাহাইল আছিরে দুরুস এলাকায় উসাইদ বিন হুজাইর (রা.) জামে মসজিদে এবারের রমজানে তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। ৩৩ বছর বয়সি বাংলাদেশি এ হাফেজের জন্ম চট্টগ্রামের চন্দনাইশে। তিনি দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

হাফেজ কামরুল আলম

সিলেট জেলার বালাগঞ্জ থানার হাসামপুর গ্রামের মাহবুবুর রহমানের ২১ বছর বয়সি ছেলে হাফেজ কামরুল আলম মালদ্বীপের ফুভাহমুলা সিটিতে মসজিদ আল-ইনারায় রমজানে তারাবির নামাজে ইমামতি করছেন। মূলত ইউটিউবে তার তেলাওয়াত শুনে মালদ্বীপে তারাবি পড়ানোর জন্য মসজিদ কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানায়। হাফেজ কামরুল আলম সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

হাফেজ আজহার উদ্দিন

২৩ বছর বয়সি হাফেজ আজহার উদ্দিন গত তিন বছর ধরে জেদ্দায় মসজিদ আল ফালাহে রমজানের তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা গ্রামে। হাফেজ আজহার উদ্দিন প্রাথমিক শিক্ষা শেষ করেন দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া হবিগঞ্জ, সিলেটে।

হাফেজ নাজমুস সাকিব

একাধিকবার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ নাজমুস সাকিব এবার তারাবির ইমামতি করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাইতুল জান্নাত জামে মসজিদে। তার গ্রামের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানাধীন ইতাইল পল্লিতে। বাবার নাম মো. আবুল কালাম আজাদ। মা সালমা বেগম। ২০০৬ সালে ময়মনসিংহের আমলাপাড়া আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসায় তার পড়াশোনার হাতেখড়ি হয়।

হাফেজ শাহাদাতুল্লাহ ফয়েজী

হাফেজ শাহাদাতুল্লাহ ফয়েজী সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রসিদ্ধ মসজিদ মসজিদুস সালেমে পেশ ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। এ বছর ওই মসজিদেই পবিত্র রমজানে তারাবির নামাজের ইমামতি করছেন তিনি। ছাতার পাইয়া বাজার, সোনাইমুড়ী, নোয়াখালীর মাওলানা ফয়জুল্লাহর সন্তান হাফেজ শাহাদাতুল্লাহ ফয়েজি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন হাশেম খান হাফিজিয়া মাদ্রাসা রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা থেকে। তিনি বাংলাদেশ বংশোদ্ভূত প্রবাসীদের মাঝে দাওয়াতি কাজও করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম