বাল্যবিয়েকে হার মানিয়ে স্বপ্নজয়
মো. নাজিম উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফুলপুরে বাল্যবিয়েকে হার মানিয়ে সেলাই কাজে আত্মনির্ভরশীল হতে পেরেছেন লিপি চাকলাদার গত নারী দিবসে তিনি দেশের দ্বিতীয় সম্মাননা পুরস্কার লাভ করেন।
জানা যায়, ফুলপুর পৌরসভার সাহাপাড়া এলাকার দরিদ্র পরিবারের অঞ্জন চাকলাদার কানুর সঙ্গে প্রায় ২০ বছর আগে সপ্তম শ্রেণির ছাত্রী নেত্রকোনার লিপি চাকলাদার বাল্যবিয়ের শিকার হন। তার স্বামী একজন সামান্য বেতনের দোকান কর্মচারী ছিলেন। অভাবের সংসারের হাল ধরতে বাসায় সেলাইয়ের কাজের পাশাপাশি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে পোশাক প্রস্তুত ও বিক্রির মাধ্যমে অনেকটাই আত্মনির্ভরশীল হতে পেরেছেন। সংসার চালিয়ে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি দুই মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। যুব উন্নয়ন অফিসের মাধ্যমে শতাধিক মহিলাকে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরও আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন। এলাকায় প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত থেকে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালন অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী হিসেবে তিনি দ্বিতীয় স্থান লাভ করে পুরস্কৃত হন। পরে বেগম রোকেয়া দিবসে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলায় সম্মননা পুরস্কার লাভ করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আরমানা হক জানান, লিপি চাকলাদার অল্প বয়সে বিয়ে হওয়ার পরও সাফল্য অর্জন করতে পেরেছেন। লিপি চাকলাদার জানান, বাড়িতে মিনি গার্মেন্টস করে মানুষের কর্ম সংস্থানের চেষ্টা করতেছি। অর্থের অভাবে আশানুরূপ করতে পারছি না।