
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:১৮ পিএম

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দিবসটি পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনটি শুরু হয়। বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানায়। এছাড়া বাদ জোহর বিশেষ মোনাজাতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।