Logo
Logo
×

শিল্প বাণিজ্য

জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় কানাডিয়ান ইউনিভার্সিটি ৬ষ্ঠ

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB) ৯ম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৫-এ আইন বিভাগ এক নতুন মাইলফলক অর্জন করেছে। দেশব্যাপী ৪৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, CUB জাতীয়ভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। কোচ মাশরুর রহমান মাহিনের নেতৃত্বে আসেফ ইবনুল (ওরালিস্ট ১-১১তম), জান্নাতুননেসা জেবা (ওরালিস্ট ২-১৮তম) এবং তাওহিদ হাসান শার্নো (রিসার্চার) আইনি দক্ষতা প্রদর্শন করেছে। দলটি চারটি প্রাথমিক রাউন্ডে জয়ী হয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম