Logo
Logo
×

শিল্প বাণিজ্য

বিএইচবিএফসি’র ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষের উদ্বোধন

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ সভাকক্ষে রোববার ‘ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষ-২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের ঊর্ধ্বতন সব নির্বাহী উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির সব শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ‘রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ শীর্ষক এক প্রকল্পের আওতায় ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম