ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আর্মি গলফ ক্লাব ঢাকাতে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী ‘৪র্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে সেনাবাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক ও বিদেশিসহ দেশের সব ক্লাব থেকে প্রায় ৮৫০ গলফার অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সমাপনী অনুষ্ঠানে, ভাইস চেয়ারম্যান মো. আলামগীর কবির টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী উভয় অনুষ্ঠানে এবং ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু ও পরিচালক মো. আলমাস শিমুল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।