সাউথইস্ট ব্যাংক ও ভিসার যৌথ উদ্যোগে হজ কার্ড সম্মেলন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘হজ কার্ড সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন। সম্মানিত অতিথি ছিলেন সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল এবং ভুটান। সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্র্যাভেলসের প্রোপ্রাইটর জাফর ইকবাল খান, বাংলাদেশ এয়ার ট্রাভেলসের প্রোপ্রাইটর জাহিদ আলম এবং জাবাল-ই-নূর ট্রাভেলসের প্রোপ্রাইটর যুনায়েদ গুলজারের হাতে ‘হজ কার্ড’ হস্তান্তর করেন। ‘হজ কার্ড’ মোয়াল্লেম ও হাজিদের জন্য এক অনন্য আর্থিক সমাধান প্রদান করে। সংবাদ বিজ্ঞপ্তি।