নিজেদের পছন্দের অ্যাকাউন্টে সরকারি ভাতা গ্রহণ করছেন গর্ভবতী মায়েরা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অসচ্ছল গর্ভবতী মায়েদের গর্ভকালীন যত্ন এবং নবজাতক শিশুর স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারের মাতৃত্বকালীন ভাতা জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে পৌঁছে যাচ্ছে উপকারভোগীদের পছন্দের এমএফএস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। ৩৬ মাসব্যাপী এই ভাতা কর্মসূচির আওতায় থাকা ১৬ লাখ উপকারভোগীর সবাই তাদের পছন্দের মাধ্যমে ভাতা গ্রহণ করছেন। ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদে সরকারি ভাতা গ্রহণ এবং তা ব্যবহারের সুযোগ থাকায় বেশির ভাগ মাই আস্থা রাখছেন তাদের বিকাশ অ্যাকাউন্টের ওপর। গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নির্দেশকের উন্নয়ন, বয়সের তুলনায় কম উচ্চতার বা খর্বাকায় শিশু এবং কম ওজনের শিশু জন্ম সংখ্যা হ্রাস করার লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছর থেকে অসচ্ছল গর্ভবতী মায়েদের ভাতা প্রদান করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।