নরসিংদীতে এভারকেয়ার হসপিটাল ঢাকার ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে নরসিংদী জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এ কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের প্রতিশ্রুতিরই একটি অংশ। শুক্রবার নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলে। ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। সেখানে আরও, উপস্থিত ছিলেন সৈয়দা নাসিমা হায়দার, সাবেক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়, নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, আবু তারেক মো. আ. আল হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তি।