Logo
Logo
×

শিল্প বাণিজ্য

দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বাউবি বদ্ধপরিকর : উপাচার্য

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস আয়োজিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন হলের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্বের শিল্পজ্ঞান রোবোটিক্সের দিকে ঝুঁকছে এবং চতুর্থ শিল্প বিপ্লব ক্রমশ উন্মোচিত হচ্ছে। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত একদল কর্মীবাহিনী। দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’ সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম