Logo
Logo
×

শিল্প বাণিজ্য

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লায়নসগেট প্লে’র সঙ্গে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি’র সব ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিক্যালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে। সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে। জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন থেকে শুরু করে জাব উই মেটের কালজয়ী রোমান্স, টফির লাইব্রেরিতে সব বয়সীদের উপযোগী কনটেন্ট রয়েছে। এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় আমাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে টফি এসব প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম