কক্সবাজারে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ চালু

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পর্যটন নগরী কক্সবাজারে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। কলাতলীর এই ব্রাঞ্চটি কক্সবাজার শহরে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ। ৬ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন কলাতলী ব্রাঞ্চের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।