বিএফডিসির উদ্যোগে কর্মজীবীদের শ্রম লাঘব ও অর্থের সাশ্রয় হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ, বিশেষ করে কর্মজীবী মানুষের শ্রম লাঘব হবে এবং অর্থের সাশ্রয় হবে। শুক্রবার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বাংলার ভোজ বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার উৎসবে তিনি এ কথা বলেন। রাজধানী ঢাকার মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে (বনানী মাঠ) এ মেলার আয়োজন করা হয়। বাংলার ভোজ মেলায় তাদের জনপ্রিয় রেডি টু কুক মৎস্য পণ্য নিয়ে অংশ নিয়েছে বিএফডিসি। মেলায় বিএফডিসির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।