ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের নির্দেশ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বিভাগীয় কমিশনাদেরকে মাঠপর্যায়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকাণ্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সব বিভাগীয় কমিশনারের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।