হামদর্দের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বোর্ড অব স্ট্রাস্টিজ ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। হামদর্দ বাংলাদেশের পক্ষে হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন। এ সময় হামর্দের উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মজিদ, উপপরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল অ্যান্ড প্রটোকল ও এস্টেট (অতিরিক্তত দায়িত্ব) মিজানুর রহমান, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ (অতিরিক্ত দায়িত্ব) আবু ইউছুফ আবদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।