কৃষি উদ্যোক্তাদের জন্য ইউসিবি’র প্রশিক্ষণ
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কৃষিখাতে সহায়তা প্রদানে এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে ২৯ জানুয়ারি জয়পুরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে জয়পুরহাটের ৫টি উপজেলার ১৩০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩৮টি জেলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ-পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
