
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
শাশুড়ি : শোনো বউমা, আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি।
বউমা : হুম, আর আমার মা তো আমাকে অনলাইন থেকে অর্ডার করেছে!
শিক্ষক : বিল্টু, পানিতে থাকে এমন ৫টি জীবের নাম বল?
বিল্টু : ব্যাঙ স্যার।
শিক্ষক : ভেরিগুড! বাকি ৪টির নাম?
বিল্টু : বাকি ৪টি হলো ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের ভাই, আর ব্যাঙের বোন!
স্ত্রী : তুমি এত সরল মানুষ, সবাই তাই তোমাকে বোকা বানানোর চেষ্টা করে!
স্বামী : হুম, সবার আগে তোমার বাবাই কাজটা শুরু করেছিল!
গ্রন্থনা : এম মিশু