
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:০১ এএম

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বছর ঘুরে আবারও আসছে ঈদ। চলুন দেখি কে কী করছে ঈদকে স্বাগত জানাতে। লিখেছেন সোহানুর রহমান অনন্ত, এঁকেছেন কাওছার মাহমুদ
আপনারে তো চিনাই যাইতাছে না। মাস্ক পইরা মুখ লুকাইয়া কই যান?
যাইতাছি ফুটপাতে শপিং করতে। বউরে বলছি ভিআইপি শপিংমল থেইকা কিন্যা আনমু। পরিচিত কেউ দেইখা বউরে বইলা দিলে বিরাট সমস্যা। তাই মুখ ঢাইকা যাইতাছি।
কাকা, ঈদে সালামির বদলে বাম্পার অফার দেবেন মানে? আমার তো আর তর সইতাছে না।
টাকা হইল হাতের ময়লা, ঈদের দিন আইসা ঘণ্টা খানেক এসির বাতাস খেয়ে শরীর ঠান্ডা করে যেও। এই গরমে এটাই বাম্পার অফার!
সেদিন নতুন ফোনটা গিফট দিলাম, আর আজই ডিসপ্লে ভেঙে ফেললে!
আরে তোমার ছোট ভাইবোনরা অনলাইনে সালাম করে সালামি নিব বলাতে পা ডিসপ্লের ওপর রাখতেই ঠাস কইরা ভাইঙা গেল!
তোর গার্লফ্রেন্ড রুনা অন্য পোলার সঙ্গে শপিংয়ে গেছে, তুই কিছুই কইতাছস না! চল, পোলাডারে বাঁশডলা দিই!
খামোখা বাঁশডলা দিয়া কী লাভ! আজকে রুনার শপিং বিল দিতে গিয়া ওই পোলা এমনিতেই চোখে বাঁশ দেখব!