সরকার পরিবর্তনের পর সরকারি দলের এক দুর্নীতিগ্রস্ত নেতা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেন। কিন্তু বিদেশ-বিভুঁইয়ে কিছু একটা করে তো খেতে হবে। নেতা ভিনদেশে এদিক-ওদিক ঘুরে একটা চাকরির অনেক চেষ্টা করলেন। শেষে একদিন হাজির হলেন একটি ডিপার্টমেন্টাল স্টোরে। স্টোরের মালিকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে কাজের কথা তুললেন। দুজন প্রায় আধা ঘণ্টা আলাপ-আলোচনা করলেন। ভিনদেশি সেই স্টোর মালিক শেষে রাজি হলেন পলাতক নেতাকে চাকরি দিতে। নেতাকে আশ্বস্ত করে বললেন, ‘ঠিক আছে, তুমি আগামীকাল এসে কাজে যোগ দাও।’
পরদিন যথারীতি নেতা হাজির হলো। সঙ্গে সঙ্গে স্টোর মালিক তার হাতে একটি ঝাড়ু ধরিয়ে দিল। নেতা অবাক হলেন খুব। রাগে চিৎকার করে বললেন, ‘তুমি জান, আমি আমার দেশে একজন অনেক বড় নেতা ছিলাম?’
‘ও তাই নাকি, তাহলে একটু দাঁড়াও। আর ঝাড়ুটা আমাকে দাও। আমিই তোমাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে ঝাড়ু দিতে হয়!’