শপিংয়ের নানা রঙ্গ

লেখা : অনির্বাণ অর্ণব, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তালা ভেঙে দোকানে ঢুকছিস ঈদ শপিং করতে, এ কথা কেউ বিশ্বাস করবে?
আমার মতো যারা, তারা ঠিকই করবে!
তোমার দুই শালীই এবার আসছে। ওদের ঈদে কী দেবে গো?
বুক ভরা ভালবাসা!
গত ঈদে কিন্তু কথা দিয়েছিলে, এই ঈদে হিরার আংটি কিনে দেবে।
এত ভাবছ কেন? গত ঈদে যা দিয়েছিলাম, এই ঈদেও তাই দেব!
তুমি প্রমিজ করেছিলে, এ ঈদে তাই কিনবে, যাতে চড়ে ঠান্ডা বাতাসে গা জুড়িয়ে ঢাকা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াব।
এই নাও মেট্রেরেলের কার্ড!
যত দেরিতে বেতন-বোনাস দেব, ততই আপনাদের লাভ। বাসার মানুষের চাওয়া কমবে।
গতবার যখন বেতন, বোনাস দিয়েছিলেন, তখন ঈদ শপিঙে মার্কেটে গিয়ে দেখি স্যান্ডো গেঞ্জি আর ওড়না ছাড়া কিছুই নাই!
শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, নিজের জন্য তো এক গাদা জামা কাপড় শপিং করেছ। আর আমার জন্য?
তোমার জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা...!
বলো কী? এতকিছু কিনছ?
না, পুরোনোগুলো ইস্ত্রী করে রেখেছি!