Logo
Logo
×

বিচ্ছু

পাঠকের কৌতুক

Icon

সাজিয়া আফরিন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্ত্রী : আজকে রান্না কেমন হয়েছে গো?

স্বামী : খুব ভালো। অসাধারণ!

স্ত্রী : কিন্তু তোমার ছেলে বলল তরকারিতে আজ ঝাল বেশি হয়ে গেছে!

স্বামী : আরে ও কী জানে! ও কি বিয়ে করেছে নাকি!

১ম বন্ধু : আমার কাছে ৫টি গাড়ি, ১২টি ফ্ল্যাট আছে, ৪টি হোটেল আছে। তোর কাছে কি আছে শুনি?

২য় বন্ধু : আমার একটি মেয়ে আছে, আর তার বয়ফ্রেন্ড হলো তোর একমাত্র ছেলে। আর তোর ছেলে আমার মেয়েকে ছাড়া বাঁচবে না!

স্ত্রী : আমি একটা অন্যায় করে ফেলেছি। তুমি রাগ করবে না তো?

স্বামী : তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে বলো তো?

স্ত্রী : আয়রন করার সময় তোমার প্যান্টের পেছনটা পুড়ে ফেলেছি আমি।

স্বামী : সমস্যা নেই, আমার তো ঠিক ওই রকম আরও একটা প্যান্ট আছে।

স্ত্রী : আরে সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরেছি!

জৈন্তাপুর, সিলেট

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম