Logo
Logo
×

বিচ্ছু

খাইখাই হাবু

Icon

মো. রতন ইসলাম

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খাইখাই করে হাবু

একবারে খামা খা,

নিজে খাবে আমাকেও

ডেকে বলে মামা খা।

আমি বলি এতো ক্ষিধে?

বই-জুতো জামা খা,

পেট ভর সস্তাতে

অফারটা ধামাকা।

টব-ব্রাশ ইট-বালু

লোহা-কাঁসা-তামা খা,

কড়কড়ে রোদে পোড়া

ধুলো মাঝে হামা খা।

সিনেমার নায়কের

নায়িকার ড্রামা খা,

গায়কের বাদ্য ও

সুর সারেগামা খা।

মিরপুর, ঢাকা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম