ঘরে গরম, বাহিরে গরম
সবাই করে হায়-হায়।
কাজ ছেড়ে, জামা খুলে
শুয়ে-বসে রাস্তায়।
জামা দিয়ে বাতাস করে
শরীর করে ঠান্ডা।
দোকান থেকে কিনে নেয়
কোল্ড ড্রিংস আন্ডা।
জোট বেঁধে ছেলেমেয়ে
বসে থাকে পার্কে।
দেখে ঠিক বুঝি না
তারা ঠিক কার কে!
রসুলপুর, কুমিল্লা
ঘরে গরম, বাহিরে গরম
সবাই করে হায়-হায়।
কাজ ছেড়ে, জামা খুলে
শুয়ে-বসে রাস্তায়।
জামা দিয়ে বাতাস করে
শরীর করে ঠান্ডা।
দোকান থেকে কিনে নেয়
কোল্ড ড্রিংস আন্ডা।
জোট বেঁধে ছেলেমেয়ে
বসে থাকে পার্কে।
দেখে ঠিক বুঝি না
তারা ঠিক কার কে!
রসুলপুর, কুমিল্লা