Logo
Logo
×

বিচ্ছু

চিরায়ত রস

নদীর বিয়ে

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একদিন বীরবলের ওপর খুব রেগে গিয়ে তাকে দেশ থেকে বের করে দিলেন সম্রাট। বীরবল অন্য রাজ্যের রাজার কাছে গিয়ে চাকরি করতে লাগলেন। কিছুদিন পর সম্রাটের রাগ পড়ে গেল। তিনি বীরবলের খোঁজ করলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সম্রাট বীরবলের কোনো খবর পেলেন না।

এদিকে বীরবলকে ছাড়া সম্রাটের রাজসভা একেবারে নীরস হয়ে পড়েছে। সম্রাট অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলেন। প্রত্যেক রাজ্যের রাজার কাছে আমন্ত্রণপত্র পাঠালেন, ‘আমার রাজ্যের এক নদীর বিয়ে উপলক্ষ্যে আপনাদের রাজ্যের প্রত্যেক নদীকে ওই বিয়ে সভায় যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছি!’

বলাবাহুল্য অন্য রাজ্যের রাজারা সম্রাট আকবরের আমন্ত্রণপত্রের অর্থ বুঝতে না পেরে তাকে অনুরোধ করলেন ব্যাপারটা পরিষ্কার করে লিখে পাঠাতে। কেবলমাত্র একটি রাজ্যের রাজা লিখলেন, ‘আপনার পত্র পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনি যদি আপনার রাজ্যের পুকুরগুলোকে এখানে পাঠান, তাহলে তাদের সঙ্গে আমার রাজ্যের নদীদের পাঠিয়ে দেব।’

বাদশা বুঝলেন, বীরবল এ রাজার কাছেই আছেন। কারণ এমন বুদ্ধি একমাত্র বীরবলের মাথা থেকে বের হওয়াই সম্ভব। তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে বীরবলকে আবার নিজের রাজ্যে ফিরিয়ে আনলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম