বুদ্ধি যখন মাথায় না
থেকে হাঁটুতে থাকে,
তখন কী হয়?
আলতাফ মাহমুদ
বাজিতপুর, কিশোরগঞ্জ
কী আর হবে! তখন
মাথার চেয়ে হাঁটু
গুরুত্বপূর্ণ হয়ে ওঠে!
পৃথিবী ছেড়ে কোন
গ্রহে বসবাস করা যায়
বলুন তো?
মাহমুদা শিরিন
কলাবাগান, ঢাকা
লাভ নেই! পৃথিবীর মানুষ যে গ্রহে যাবে সেটাই আরেক
পৃথিবী হয়ে উঠবে!
যাদের টাকা নাই তাদের বুদ্ধি আছে। আর যাদের দুটোই নাই তাদের কী আছে?
গোলাম হাবীব
মুক্তাগাছা, ময়মনসিংহ
তাদের জন্য যুগান্তরের
‘অবান্তর প্রশ্ন যুগান্তর
উত্তর’ আছে!
পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে
বলুন তো?
তৌহিদুল ইসলাম
জৈন্তাপুর, সিলেট
মনের সমস্যা দেখা দিয়েছে। কোনো নারীর কাছ থেকে ছ্যাঁকা খেলে কথা বন্ধ হয়ে যাবে!
মহা অবান্তর প্রশ্ন
চাকরি করা ভালো, নাকি বেকার থাকা ভালো বলুন তো?
পাপিয়া সুলতানা, শ্যাওড়াপাড়া, ঢাকা
বেকার থাকা ভালো। কারণ বেকারের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না।
ফলে বউ না থাকায় যখন-তখন বউয়ের ধমক খেতে হয় না!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com