রাশিয়া থেকে একটা ইঁদুর দৌড়াতে দৌড়াতে পোল্যান্ডে ঢুকে পড়ল। পোল্যান্ডের এক ইঁদুর তাকে দেখে জানতে চাইল, ‘তুমি দৌড়াচ্ছ কেন?’
‘একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের দেশে সব গাধাকে ধরে নিয়ে একে একে জেলে পুরছে।’
‘তাতে তোমার সমস্যা কী! তুমি তো গাধা না?’
‘সে তো জানি। কিন্তু আমি কীভাবে প্রমাণ করব আমি গাধা না!’
স্তালিনের চুরুট হারিয়ে গেছে। গুরুতর অবস্থা। সন্দেহভাজন ৫০০ জনকে গ্রেফতার করা হলো। এরমধ্যে স্তালিন জানালেন, চুরুট পাওয়া গেছে। তার বিছানার নিচে পড়ে ছিল চুরুট।
এ শুনে এক পুলিশ বলল, ‘কিন্তু স্যার, এর মধ্যে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে আপনার চুরুট চুরির দায়ে।’
‘চুরুট যখন পাওয়া গেছে ওদের ছেড়ে দাও।’
‘কিন্তু স্যার, ৪৯৯ জন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা চুরুট চুরি করেছে!’
‘কী সর্বনাশ! বাকি একজন স্বীকার করল না কেন? তার মানে আমরা ঠিকভাবে জেরা করতে পারছি না। তদন্ত চালিয়ে যাও।’
মিতুর জন্মদিনে বাবা দুটি গোল্ডফিশ উপহার দিলেন ওকে। মিতু একটি মাছের নাম রাখল ‘একটা’, অন্যটার নাম রাখল ‘দুইটা’।
বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘মিতু, এ রকম নাম রাখলে কেন?’
মিতু বলল, ‘যাতে ‘একটা’ মরে গেলেও ‘দুইটা’ থাকে!’
গ্রন্থনা : রাফিয়া আক্তার