ঘুস বাণিজ্য

লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মই নিয়ে অফিসে ঢুকছেন কেন?
এই অফিসে নাকি ধাপে ধাপে ঘুস দিলে কাজ হয়। মই নিয়ে এসেছি ধাপ পার হতে!
স্কুলে সারা জীবন শেখালাম, ঘুস খাওয়া অন্যায়। চাকরিতে ঢুকে এখন ঘুস খাচ্ছিস?
কী বলেন স্যার! আমি তো শুনেছি ঘুস খাওয়া অন্য আয়!
কী রে, রণ পা পরে ঘুরছিস কেন?
শুনেছি, ঘুস খাওয়ার যোগ্য হতে হলে অনেক উঁচুতে উঠতে হয়!
পুকুরে মাছের ব্যবসা করছেন, কখনো খাওয়ালেন না তো?
হে হে হে... বুঝতে পেরেছি স্যার, আপনি আসলে কী বলতে চান! সময়মতো পেয়ে যাবেন।
অনেকে মোটা বেতন পেয়েও ঘুস খান, এ ব্যাপারে কী বলবেন?
যারা ঘুষ খায় তাদের মোটা বেতন চিকন করে দিতে হবে!
ঘুস খান, লজ্জা করে না?
ঘুস দেন, লজ্জা করে না?