Logo
Logo
×

বিচ্ছু

তারা যদি বই লিখতেন

ফেসবুকে নিজের বই নিয়ে পোস্ট দিলে একটা লাইক, কমেন্টও পড়ে না। কী করি বল তো? * একটা পোস্ট দে, ‘বন্ধুরা, বইমেলায় আসছি। কার কী কী বই এসেছে জানাও।’ দেখবি লাইক, কমেন্টের বন্যা বয়ে যাবে।

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেখবো এবং দেখাবো (মজা) এবার জগৎটাকে

ডোনাল্ড ট্রাম্প

পাওয়ার পাবলিকেশন্স

কথা কম কাজ বেশি

ভ্লাদিমির পুতিন

ঠাণ্ডা মাথা প্রকাশনী

খেলা শেষ!

ওবায়দুল কাদের

বেলা শেষ প্রকাশনী

জনগণকে দৌড়ের ওপর রাখার যত কৌশল

কিম জং উন

গরম মাথা বইঘর

দেশ হইতে দূরে, ক্ষমতা হইতেও

সজীব ওয়াজেদ জয়

কী হতে কী হয়ে গেল প্রকাশনী

ইন্টারনেটের সুবিধা-অসুবিধা

জুনায়েদ আহমেদ পলক

শাটডাউন পাবলিকেশন্স

নির্বাচনে পরাজয় ও কারাগারের দিনগুলো

হাসানুল হক ইনু

সুখ নাই পাবলিকেশন্স

আইনের মার আইনের প্যাঁচ

আনিসুল হক

কারাগার প্রকাশন

ঋণ গ্রহণের ১০১টি উপায়

সালমান এফ রহমান

লুটপাট প্রকাশনী

জাহাঙ্গীর কবির নানক

ডিজিটাল ব্রিফিংয়ের সুবিধা-অসুবিধা

পলাতক বইঘর

সোনালি অতীত বিষণ্ন বর্তমান

রাশেদ খান মেনন

বেকায়দা প্রকাশনী

শিক্ষা-ব্যবস্থার গতি-দুর্গতি

দীপু মনি

টিস্যু পেপার প্রকাশন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম