এক পুলিশ টেলিফোনে থানার ওসিকে বলল, ‘স্যার, আমি যে এলাকায় ডিউটি করছি, সেখানে এক স্ত্রী তার স্বামীকে গুলি করে খুন করেছে!
অপর প্রান্ত থেকে ওসি উত্তেজিত হয়ে বললেন, ‘কেন?’
‘স্যার, ওই মহিলা ঘর মোছার পর তার স্বামী জুতা পায়ে ভেজা মেঝেতে হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হয়েছিল।’
‘তুমি ওই মহিলাকে গ্রেফতার করেছ?’
‘না স্যার, ঘরের মেঝে এখনো শুকায়নি!’
এক যুবক তার গার্লফ্রেন্ডকে মোবাইল ফোনে কল করেছে। কল ধরেছে গার্লফ্রেন্ডের বারো বছরের এক ভাগ্নে।
‘হ্যালো বাবু, তোমার খালামণিকে একটু ডেকে দাও তো।’
‘আপনার নাম কী আঙ্কেল?’
‘বাবু, আমার নাম বলতে হবে না। তুমি শুধু তোমার খালামণিকে গিয়ে বলবে তার জানপাখি ফোন করেছে।’
‘কিন্তু আঙ্কেল, মোবাইলে তো জানপাখি লেখা নাই। লেখা আছে মুরগি নাম্বার ছয়!’
প্রেমিক : কাল তোমাকে কখন কল দেব?
প্রেমিকা : তোমার যখন ইচ্ছা তখন।
প্রেমিক : ঠিক আছে, তাহলে সকালে কল দিই?
প্রেমিকা : কিন্তু এত সকালে তো আমি ঘুম থেকে উঠি না।
প্রেমিক : তাহলে ১০টায় দিই?
প্রেমিকা : না না, তখন বাবা বাসায় থাকে।
প্রেমিক : তাহলে দুপুর ২টায় দিই?
প্রেমিকা : ২টায় তো আমি লাঞ্চ করি। তখন কল করা যাবে না।
প্রেমিক : ঠিক আছে, তাহলে ৪টায় দিই?
প্রেমিকা : তখন তো আমি আমার ফেভারিট রিয়েলিটি শো দেখি।
প্রেমিক : তাহলে সন্ধ্যায় দিই?
প্রেমিকা : কদিন পর পরীক্ষা, সন্ধ্যায় পড়তে হবে কিছুক্ষণ।
প্রেমিক : তাহলে রাতে দিই?
প্রেমিকা : আরে না না, রাতে সবাই বাসায় থাকে তখন একদম কথা বলা যাবে না।
প্রেমিক : তাহলে কখন কল দেব?
প্রেমিকা : তোমার যখন ইচ্ছা তখন!
গ্রন্থনা : রাফিয়া আক্তার