Logo
Logo
×

বিচ্ছু

মাঘের শীত, বাঘের শীত

Icon

লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আহা রে, কী দিন ছিল! মানুষ কইত, মাঘের শীতে বাঘ পালায়। আর এখন? কী হলো, দৌড় দিলি কেন?

শীতরে ডাকতে যাই!

এত কুয়াশা পড়ছে কিন্তু ঠান্ডা লাগছে না কেন?

এটা কুয়াশা নারে ধুলাশা। মানে ধুলা আর কুয়াশা। ঠান্ডা লাগবে কোত্থেকে?

আপনি না, খালি গায়ে হিমালয়ের চূড়ায় ধ্যান করে এসেছেন, তাহলে এই সামান্য ঠান্ডায় সোয়েটার পরে কাঁপছেন কেন?

জানিস না, অল্প ঠান্ডা ভয়ংকরী।

খুব শীত পড়েছে, শীতের একটা ছবি আঁকতে বললাম, আঁকছ না কেন?

এঁকেছি তো। বরফে মানুষ, বাড়িঘর, সব সাদা হয়ে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না।

এমনেই শীত, তারপর থাকে না গ্যাস-এটা কোনো কথা?

এটাই তো কথা। গ্যাসের বুঝি শীত করে না?

কীরে, শীতের কাপড় না পরেই চলে এলি যে?

শীতের ওপর থেকে বিশ্বাস তো সেই কবেই উঠে গেছে, দুই মাস থাকবে বলে দুই সপ্তাহও থাকতে দেখি না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম