ফজর আলীর ধানের গোলায়
কী আছে? হায় কী আছে?
জানতে চাইলে ফজর বলেন
ঘি আছে, ভাই ঘি আছে!
এমন কেন? বললে কী হয়?
ধানের গোলায় কী ঢাকা!
বছর দশক ধরেই গোলা
হয় না পুরোটি ফাঁকা।
মাঝেই মাঝেই ঢাকনা খুলে
ফজর দেখেন গোলাটা,
সন্দেহ তাই বাড়ে সবার
দাবি- গোলা খোলাটা।
সবার কথা মানতে ফজর
দেখান গোলায় বিকর্ষণ,
বেরিয়ে এলো টেলিভিশন
প্রাচীন কালের নিদর্শন।