টেলিভিশন দি-বস
লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টিভি নিবেন, টিভি? একটা নিলে দুই কেজি আলু, এক হালি ডিম ফ্রি।
একটা ৪০ ইঞ্চি টিভি নিতাম, আর কোনো প্যাকেজ অফার নাই? আলু-ডিমের লগে হাফ কেজি ডাল দিলে সুবিধা হইত!
খুব ভালো মেয়ে। টেলিভিশন দেখা ছাড়া আর কিছুর ওপর ঝোঁক নাই মেয়ের।
এই যুগে যে মেয়ে মোবাইল না দেখে টিভি দেখে, সেই মেয়ের চেয়ে ভালো পাত্রী হতে পারে না। বিয়ের ব্যবস্থা করেন।
আহা রে, একটা সময় ছিল, যখন আমরা দল বেঁধে টেলিভিশন দেখতাম।
চিল মা, ইটস টাইম টু টিকটক!
সামনে তো বিশ্ব টেলিভিশন দিবস। টেলিভিশন নিয়ে কিছু বলবেন?
পৃথিবী একটা নাট্যমঞ্চ। খোলা থাকলে আমরা টেলিভিশনে নাটক দেখি, বন্ধ থাকলে টেলিভিশন আমাদের নাটক দেখে।
টেলিভিশনের গুরুত্ব অপরিসীম। এই যে, সবার ঘরে ঘরে টেলিভিশন, এর কারণ কী বল তো?
পাশের বাসায় ৩২ ইঞ্চি টিভি থাকলে আমাদের বাসায় ৭২ ইঞ্চি টিভি না থাকলে কি প্রেস্টিজ থাকে? এটাই কারণ!
রিমোর্টটা দাও তো, খেলা দেখি। রান্নার অনুষ্ঠান দেখে কী লাভ, বানাতে তো পারো না কিছুই।
তুমি মনে হয় খেলা দেখে বিরাট খেলোয়াড় হয়ে মাঠ কাঁপাও?