
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪০ এএম
১০০০তম সংখ্যায় স্বাগতম

প্রতীকী ছবি
আরও পড়ুন
ফরাসি লেখক নিকোলাস চ্যামফোর্টের মতে, যে দিনটিতে আপনি হাসতে পারবেন না সে দিনটি ব্যর্থ। হাসির উপকারিতা অনেক। হাসি মন ও শরীরকে সতেজ রাখে। এটি মনের চাপ কমায়। এমনকি নির্মল হাসিতে হৃদরোগের ঝুঁকি পর্যন্ত কমে। সুতরাং জীবনে হাসির প্রয়োজন আছে। তাই হাস্যরসের গুরুত্ব আমাদের জীবনে কম নয়। প্রাণখুলে হাসতে পারাটা একটি বড় ব্যাপার।
প্রিয় পাঠক, আপনারা জানেন বিচ্ছু মূলত রম্য ও বিদ্রুপ ম্যাগাজিন রূপে যাত্রা শুরু করেছিল দুই যুগ আগে। এ দীর্ঘ সময়ে বিচ্ছু হাস্যরসের মাধ্যমে পাঠকের বিনোদনের খোরাক জুগিয়েছে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের অনেক অসংগতি নিয়ে বিদ্রুপ করেছে সাহসের সঙ্গে। দীর্ঘ এ যাত্রায় বহু ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে বিচ্ছু। সে ধারা এখনো অব্যাহত আছে। আমাদের প্রত্যাশা আগামীতেও তা থাকবে।
সমাজে বা রাষ্ট্রে অনেক সময় যখন সরাসরি কথা বলা যায় না, তখন ঠাট্টার ছলে হাস্যরসের মাধ্যমে সে কথা বলা যায় অনায়াসে। সংবাদপত্রের ব্যঙ্গ বিদ্রুপ সাময়িকী সে চেষ্টাই করে যায় প্রতিনিয়ত। সংবাদপত্রের একটি রম্য ও বিদ্রুপ সাময়িকীর ১০০০তম সংখ্যা প্রকাশ বিরাট ব্যাপার তো বটেই এক অর্থে গৌরবেরও। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে বিচ্ছু সেই গৌরবটি অর্জন করল আজ। নানা সময়ে বিভিন্ন পত্রিকায় হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রুপ বিষয়ক ম্যাগাজিন বা সাময়িকী অনেক প্রকাশিত হয়েছে। এখনো হচ্ছে। কিন্তু এই প্রথম ১০০০তম সংখ্যার মাইলফলক অর্জন করল বিচ্ছু। প্রিয় পাঠক, এই গৌরব আমাদের যতখানি তারচেয়ে বেশি আপনাদের। আপনারা পাশে ছিলেন বলেই এই গৌরবের ভাগীদার হতে পেরেছি আমরা।
আপনারা জানেন দেশের খ্যাতিমান লেখক ও আঁকিয়েদের হাত ধরে যাত্রা শুরু করেছিল বিচ্ছু। বিচ্ছুর দীর্ঘ এ যাত্রায় একদিকে লিখেছেন দেশবরেণ্য লেখকরা। অন্যদিকে খ্যাতিমান আঁকিয়েদের হাতের আঁচড়ে সমৃদ্ধ হয়েছে বিচ্ছুর অসংখ্য সংখ্যা। যা বিচ্ছুকে সমৃদ্ধ করেছে উত্তরোত্তর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও।
করোনা মহামারি পরবর্তী বিশ্বে অনেক কিছুরই অদলবদল হয়েছে। অনেক কিছুর সংকোচন-বিয়োজন হয়েছে। বিবর্তনের ধারায় বিচ্ছুও ম্যাগাজিন থেকে ট্যাবলয়েড এবং ট্যাবলয়েড থেকে ব্রডশিটে ছাপা হচ্ছে এখন। আমরা আনন্দিত যে, বিবর্তনের এ ধারায় পাঠকের ভালোবাসা আগের মতোই অবিচল আছে। যুগান্তরের সাহসী যাত্রায় বিচ্ছুও এক অনিবার্য সঙ্গী। আমরা বিশ্বাস করি, ১০০০তম সংখ্যার মতো আগামী দিনগুলোতে বিচ্ছু আরও অনেক মাইলফলক অর্জন করবে। বিচ্ছুর লেখা এবং ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের নানা অসংগতি আগের মতোই তুলে ধরবে সাহসের সঙ্গে। প্রিয় পাঠক, আমাদের সাহসের উৎস আপনারা। আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের কণ্ঠই তুলে ধরব।
সাইফুল আলম
সম্পাদক
দৈনিক যুগান্তর