Logo
Logo
×

অমর ২১শে ফেব্রুয়ারি

ফুল দেওয়া নিয়ে জামালগঞ্জ বিজয়নগরে বিএনপির সংঘর্ষ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের জামালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনায় জামালগঞ্জে একজন ও বিজয়নগরে দুজন আহত হয়।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) : একুশের প্রথম প্রহরে জামালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শহিদ বেদিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল মালিক গ্রুপের মাঝে মারামারির ঘটনা ঘটে। এ সময় ফুলের তোড়া ভাঙচুর করা হয়। আহত ফারহান আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এমন ঘটনা খুবই দুঃখজনক।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়নগরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছে। ছুরিকাঘাতে আহত দুজন হলো-উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের সাজু মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও ইছাপুরা ইউনিয়নের মহরম আলীর ছেলে জীবন মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে। বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি হয়েছে। পরে জানতে পারি তাদের দুজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম