Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

সমাজ গঠনে কাজ করছে: মো. গিয়াস উদ্দিন

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘সত্যের সন্ধানে নির্ভীকতার প্রমাণ রেখে যুগান্তর ২৪ পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করেছে। এ আনন্দঘন মুহূর্তে যুগান্তরের প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, পাঠক, সংবাদপত্র শ্রমিক ও সংবাদপত্র এজেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দুই যুগ ধরে জাতীয় ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা, সম্ভাবনা ও জনমতকে সরকারের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দৈনিক যুগান্তর পত্রিকাটি। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শোষণমুক্ত সমাজ গঠনে যুগান্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি পটুয়াখালী চেম্বারের সভাপতি হিসাবে মনে করি। যুগান্তর সব সময় আপসহীনভাবে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। নীতির প্রশ্নে আপসহীন যুগান্তর পত্রিকাটি আমাদের আস্থার প্রতিক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তরের সব শ্রেণির পাঠকের মন জয় করে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। দৈনিক যুগান্তর দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে-এ প্রত্যাশা করি। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর একটি বিশেষ মর্যাদা পেয়েছে। পত্রিকাটির সাহসী অভিযাত্রা অব্যাহত থাকুক।

দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আমি এর উত্তরোত্তর কল্যাণ এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সফলতা কামনা করছি।

মো. গিয়াস উদ্দিন

সভাপতি, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পটুয়াখালী

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম