Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

সময়ের চাহিদা অনুযায়ী বিশেষ ভূমিকা রাখছে: অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তর পত্রিকাটি ২৫তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সময়ের চাহিদা অনুযায়ী সব শ্রেণির পাঠকের জন্য দৈনিক যুগান্তর পত্রিকা বিশেষ ভূমিকা রাখছে। উচ্চশিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমান সময়ে অনেক ধরনের সংবাদমাধ্যম বাজারে থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমের অনেক অভাব রয়েছে। মিডিয়াকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়। দেশ ও জনগণের জন্য ইতিবাচক সংবাদ প্রচারের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে হবে। সে হিসাবে আমি প্রত্যাশা করি পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সংবাদগুলোকে প্রচারের ক্ষেত্রে আরও প্রাধান্য দেবে।

অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন

উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম