
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই সাতজন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান ৩ জন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরাধ্য নামে এক শিশু রয়েছে।
দুর্ঘটনায় তার বাবা ও মা মারা গেছেন। এছাড়া ঈদের ছুটির তিনদিনে ১৯ জেলায় আরও ৪৩ জন নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
লোহাগাড়া ও লোহাগাড়া দ. (চট্টগ্রাম) : প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহণের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। তখন চালক ‘হার্ড ব্রেক’ করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-কুষ্টিয়া সদর থানার বাসিন্দা যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে আশিষ মন্ডল, একই জেলার বোয়ালিয়া উপজেলার দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস, বোয়ালিয়া উপজেলার বিসিক কুমারপাড়ার বাসিন্দা যতীন্দ্র নাথ মন্ডলের মেয়ে সাধনা বিশ্বাস, রাজধানী ঢাকার দক্ষিণখান থানার আজমপুর মধ্যপাড়ার বাসিন্দা কালা মিয়ার ছেলে ইউসুফ আলী, ঢাকার পল্লবীর বাসিন্দা আব্দুল মতিন আকনের কন্যা লুৎফর নাহার সুমি, ঢাকার মিরপুরের বাসিন্দা রেফাইল ইসলামের কন্যা তাসনীম ইসলাম প্রেমা ও একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম শামীমের ছেলে আব্দুল জব্বার। নিহত অন্য তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেলেও তাদের ঠিকানা জানা যায়নি। তারা হলেন-আনিসা ও মোক্তার। অপর একজনের নাম ও পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দিলীপ বিশ্বাস ও সাধনা বিশ্বাস স্বামী-স্ত্রী। আর আশীষ মণ্ডল নিহত সাধনা বিশ্বাসের ভাই। দিলীপ ও সাধনা দম্পতির মেয়ে ৭ বছর বয়সি আরাধ্য বিশ্বাস ও আরেক তরুণী আহত হয়ে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে সোমবার ভোরে একই স্থানে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহণের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী বলাকা পরিবহণের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত ও ৯ জন আহত হন। নিহতরা ব্যক্তিরা হলেন-লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন, একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন, একই ইউনিয়নের চকরিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন, একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক। আর মঙ্গলবার ভোরে ওই এলাকার জাঙ্গালিয়া মাজারের দক্ষিণ পাশে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৮ জন আহত হন।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের জাঙ্গালিয়া মাজারটেক এলাকা কক্সবাজার মহাসড়কের সবচেয়ে বিপজ্জনক মোড় হিসাবে পরিচিত। অন্য যে কোনো স্থান থেকে মোড়টি অত্যন্ত সরু ও বাঁকা। তার ওপর লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। এলাকার মাত্র ৩০০ মিটার সড়ক এখন দুর্ঘটনার হটস্পট হয়ে ওঠেছে।দোহাজারী সড়ক বিভাগ (সওজ) এর প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, যানবাহনের সংখ্যার তুলনায় মহাসড়কটি খুবই ছোট। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হবে। সড়কটি প্রশস্ত হলে দুর্ঘটনা কমবে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিক সড়ক বিভাগকে দুর্ঘটনা রোধের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসান ও সওজের প্রকৌশলী রোকন উদ্দিন উপস্থিত ছিলেন।
গৌরীপুর (ময়মনসিংহ) : জানাজার পর সারিসারি কফিনে চিরনিন্দ্রায় ঘুমিয়ে আছেন মা, মেয়ে ও নাতনি। রোববার রাতে একসঙ্গে তাদের লাশ এলে হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টায় নিজ ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহের গৌরীপুরে চরশ্রীরামপুরে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম, মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী দিলরুবা আক্তার, দুই নাতনি রীতি আক্তার ও প্রীতি আক্তার।
শিবচর (মাদারীপুর) : দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার শিবচর-জাজিরা সীমান্তের কুতুবপুর সাহেববাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজারের শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া ও ভেড়ামারা : বুধবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার চালক রফজেল শেখ নিহত হন। তিনি ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সাহাদ আলী শেখের ছেলে। মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ ও ফাহিম অনিক নামের দুই যুবক নিহত হন। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর গণি নামে এক যুবক। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মঈনুদ্দিন শেখ নামের এক নির্মাণ শ্রমিক নিহত হন।
কুমিল্লা ও চান্দিনা : মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হন। ওই ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের তোবারক উল্লাহর ছেলে আব্দুল্লাহ রাসেল, বাসের সুপারভাইজার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের হারুনুর রশিদের ছেলে ফরহাদ হোসেন ও দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড় গ্রামের আব্দুল হালিমের ছেলে সেলিম মিয়া। এছাড়া সোমবার সকালে মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজনে ধাক্কা লেগে উলটে যায়। এতে ঘটনাস্থলেই চালক সাইফুল ইসলাম নিহত হন। ফরিদপুর ও ভাঙ্গা : রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গঙ্গাবর্দী রয়েল ফিলিং স্টেশনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা যাত্রী বৃদ্ধ মুজিবুর রহমান নিহত হয়েছন। তিনি সদর উপজেলার কবিরপুর গ্রামের ধনুউল্লাহ বেপারীর ছেলে। এ সময় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন। সোমবার সদরপুর উপজেলার নিজ বাড়ির সামনে মোটরসাইকেলের চাপায় নিহত হয়েছেন বৃদ্ধ মালেক ব্যাপারী। এছাড়া নগরকান্দায় সোমবার বিকালে মোটরসাইকেল চাপায় সূর্য বেগম নামে নারী নিহত হয়েছেন। তিনি নগরকান্দার মিনার গ্রামের তৈয়ব মাতুব্বরের স্ত্রী। আতশবাজি কিনতে গিয়ে ভাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমুনের মৃত্যু হয়। সে পল্লীবেড়া গ্রামের সৌদি প্রবাসী রিপন আহমেদের একমাত্র ছেলে ও কওমি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে লেখাপড়া করত।
মেহেরপুর : মেহেরপুরে সোম ও মঙ্গলবারে ১৩টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সোমবার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেট কার, ভ্যান ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা, শিশুসহ তিনজন নিহত হয়। নিহতরা হলেন সদর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রূপনগর ব্রাঞ্জের অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন, তার অপর বন্ধু মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আল ইমরান, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক আলী হাসানের ছেলে সন্তান জুবায়ের হাসান। সোমবার বিকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া-কচুইখালী সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে গাংনী উপজেলার কসবা গ্রামের শাহীন আলীর ছেলে স্কুলছাত্র জাভেদ আলী নিহত হয়েছে।
বদরগঞ্জ (রংপুর) : বদরগঞ্জে মোটরসাইকেল প্রতিযোগিতার কারণে প্রাণ গেল দুই তরুণের। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার টেকসেরহাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে অপর চারজন গুরুতর আহত হন। নিহতরা হলেন বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের ছেলে আশিকুর রহমান আসিক ও তার বন্ধু উপজেলার পাঠানেরহাট এলাকার মমিন হোসেনের ছেলে নাঈম হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে অপর নিহত অটোরিকশাচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কিশোরগঞ্জ : কুলিয়ারচরে ঈদের দিন বিকালে বেড়াতে বের হয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার ঈদের দিন বিকালে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া ও লক্ষ্মীপুর কাছারীপাড়ার কৃষক তারা মিয়ার ছেলে আল আমিন। তারা দুজনই কাঠমিস্ত্রির কাজ করতেন।
ঢাকা : মতিঝিলে বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দাসাগর গ্রামের মোহের আলী শেখের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন। তিনি বাসাবো স্কুল অ্যান্ড কলেজের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন।
গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) : গলাচিপায় মোটরসাইকেল ও মালবাহী টমটমের সংঘর্ষে মোটারসাইকেলচালক নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায়। নিহত তামিম তালুকদার উপজেলার সদর ইউনিয়নের লতিফ তালুকদারের ছোট ছেলে।
অভয়নগর (যশোর) : দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল মোল্যা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার উপজেলার সিদ্দিপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল উপজেলার সিদ্দিপাশা সোনাতলা গ্রামের নাজিম মোল্যার ছেলে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। বুধবার উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছে। সোমবার উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বগুড়া : বগুড়া সদরে ঈদের উপহার নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ও শিবগঞ্জে ট্রাক এবং ইজিবাইকের মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ সময় নারীসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ও রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামের আবু তালেবের স্ত্রী তাহেরা বিবি ও গাবতলীর মৃত শাহেদ আলীর স্ত্রী খুকলে বেওয়া। এছাড়া সারিয়াকান্দিতে অটোভ্যান উলটে চালক আবদুল হাকিম নিহত হয়েছেন।
মীরসরাই : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘরতাকিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজিব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল ঘরতাকিয়া গ্রামের বিমল বৈদ্যের ছেলে।
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ গ্রামের আলী হোসেন নামক এক নির্মাণ শ্রমিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বিকালে কুমিল্লা থেকে ঈদে বাড়িতে আসার পথে চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওইদিন রাতে তাকে চরফ্যাশনের চরমাদ্রাজ গ্রামে তার লাশ দাফন করা হয়।
বাঘা (রাজশাহী) : বাঘায় স্কুলশিক্ষক লতিফুর রহমান কচি শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেছেন। তিনি পারশাওতা-বিনোদপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতীদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রাজবাড়ী : কালুখালীতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে সুজন শেখ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন গঙ্গানন্দপুরের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতেন।