
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় বুধবার বিএনপির দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেড়িবাঁধের নির্মাণকাজে বালু সাপ্লাই ও নদী থেকে বালু তোলার দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কবির হোসেন (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
তিনি এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে। এ ঘটনায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রামের রাউজান ও ফেনীর সোনাগাজীতে ইফতারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল-যুবদলের হামলা-সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা ও মনপুরা : সকালে রাশেদসহ এলাকার লোকজন বেড়িবাঁধের কাজে অনিয়ম হচ্ছে বলে প্রতিবাদ জানায়। তখন কথা কাটাকাটির একপর্যায়ে কাজের দায়িত্বে থাকা গিয়াস উদ্দিন মিঝি ও তার লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে রাশেদ, সোহান, সোহাগ, মামুন, সাফায়াত রাব্বিসহ ১০ জন আহত হন। তাদের চরফ্যাশন ও মনপুরায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত রাশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাশেদ উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে রাশেদের বড় ভাই মো. আজাদ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মনপুরা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন-মো. রহিম মিঝি, মো. জসিম উদ্দিন মিঝি, আল আমিন ও মামুন। এরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার বিচার দাবিতে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিতরা সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া বাজার, হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। চরফ্যাশনেও বিচার দাবিতে মিছিল করেছে ছাত্রদল। তবে উপজেলা বিএনপির সভাপতি সামছুদ্দিন চৌধুরী বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মিলন মাতব্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে।
এদিকে শোকের ছায়া নেমেছে রাশেদের বাড়িতে। ছেলেকে হারিয়ে কেঁদেই চলেছেন তার মা কহিনুর বেগম ও বাবা আবুল কালাম। বৃহস্পতিবার জানাজা শেষে রাশেদকে আবু দালাল জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে। মনপুরা থানার ও?সি মো. আহসান কবীর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) : মঙ্গলবার বিকালে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের হামলায় আহত হন কবির হোসেন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
কবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। এ সময় বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ জনতা ও দলীয় নেতাকর্মীরা কবির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের থানা সদরে অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদারের প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাউজান (চট্টগ্রাম) : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিকদাইর ইউনিয়নের ইফতার মাহফিল থেকে ফিরছিলেন। পথে ইউসুফ খাঁর দিঘিতে ওতপেতে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীরা তাদের ওপর হামলা করে। তারা এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় অনেকে মোটরসাইকেল ফেলে দিগ্বিদিক পালিয়ে যান। পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় গিয়াস কাদেরের অনুসারী যুবদল নেতা মোরশেদ, সেকান্দর, বাদশা ও মো. ফোরকান আহত হন। এদের মধ্যে মোরশেদের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে বিকাল ৪টায় নোয়াজিষপুর মদন চৌধুরী জামে মসজিদ মাঠে গোলাম আকবরের অনুসারীদের ইফতারে হামলা করে গিয়াস কাদেরের অনুসারীরা। এতে ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। হামলায় মো. কাইয়ুম নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হন। এছাড়া আকবরের অনুসারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুমায়ুন, যুবদলের সদস্য মো. রিফাত, যুবদলের সদস্য সচিব মো. সোহেলসহ ৯ জন আহত হন।
সোনাগাজী (ফেনী) দক্ষিণ : উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে বুধবার সন্ধ্যায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের হামলা-সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন-চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিলন, ছাত্রদলকর্মী মহিউদ্দিন, উপজেলা তথ্যপ্রযুক্তি দলের সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আলী, যুবদলের সদস্য মোশাররফ হোসেন, যুবদলকর্মী বাহার ও ছাত্রদল কর্মী রাকিব।