Logo
Logo
×

প্রথম পাতা

ডিসেম্বর লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিসেম্বর লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বর মাসে নির্বাচন করতে যে যৌক্তিক সময় লাগবে, সেই সময়ে শিডিউল ঘোষণা করব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কারও নির্দেশনা নয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

ইসি আনোয়ারুল ইসলাম/ফাইল ছবি

তিনি আরও বলেন, ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি। ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসাবে এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে। নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে। আমাদের ওপর কোনো চাপ নেই। কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। সময় বলে দেবে আমরা কী করব।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তাবিত আইন সংস্কারের বিষয়ে ঐকমত্যের প্রশ্ন আছে। ঐকমত্য হওয়ার পর নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য সময় লাগবে। যদি আগামীকাল ঐকমত্যের ফলাফল এসে যায়, তাহলে এক ধরনের সময় ইসি পাবে। আর যদি একটু বিলম্ব হয়, তাহলে সময় একটু কমে আসবে। সবকিছু মিলিয়ে ইসি একটি যৌক্তিক সময়ের ভেতর তফশিল ঘোষণা করতে পারবে বলে আমরা আশা করছি। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখন পৌরসভা, সিটি, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সঙ্গে সম্ভব কি না- সেই প্রশ্ন আসছে। একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে, যা কমিশনের নজরে এখনো আসেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম